স্টাফ রিপোর্টার, খলিলুর রহমান রানা, দ্য টাইমস নিউজ বিডি: নরসিংদীতে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদ-ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা নরসিংদী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রতিনিধি ডা. মাহবুবুল আলম মাহফুজ।
তিনি বলেন, বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতিকে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ তওহীদ-ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।
ডা. মাহবুবুল আলম আরও বলেন, একটি কোনো রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, সমানাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে না পারলে সেই রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তিপূর্ণ ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হেযবুত তওহীদের, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করেন, হেযবুত তওহীদের নারী বিষয়ক যুগ্ন সম্পাদক, আয়েশা সিদ্দিকা, নরসিংদী জেলা নারী বিষয়ক সম্পাদক সালমা আক্তার হাফসা।
মতবিনিময় সভার আলোচনার পর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন।
তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নরসিংদী জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিন্নাত আক্তার।
এসময় নরসিংদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোবারক হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, আইএনবির নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান পলাশ, প্রীতি রঞ্জন সাহা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান রিপন, ডিবিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি শপথ মিয়া, চ্যানেল টোয়েন্টিফোরের নরসিংদী প্রতিনিধি হৃদয় খান, দৈনিক নরসিংদীর বানী পত্রিকার সম্পাদক প্রকাশক ফারুক মিয়া, মেঘনা টেলিভিশনের সম্পাদক ও দ্য ইনভেস্টিগেশন নিউজের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান রানা, দৈনিক কাল বেলার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম রানা, দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি আমজাদ হোসেন, নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
দ্য টাইমস নিউজ বিডি