দ্য টাইমস নিউজ বিডি ডেস্ক : ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা।
এশিয়া কাপে ব্যর্থতার পর এই সিরিজ দিয়ে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হলো এই দুই দলের নতুন লড়াই। এশিয়া কাপের লিগ পর্বে বাংলাদেশর কাছে হেরে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নেয় আফগানিস্তান। অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে উঠলেও ভারত ও পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে খুব একটা পার্থক্য নেই। ১৩ বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের ৬ ম্যাচের বিপরীতে ৭ ম্যাচ জিতেছে আফগানিস্তান। সবশেষ এশিয়া কাপের ম্যাচেও আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, মোহাম্মদ ইশাক, ফরিদ আহমদ মালিক।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (উইকেটকিপার/অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।-পিএনএস
দ্য টাইমস নিউজ বিডি