1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে যা বললেন আজহারি

M Lutfar Rahman
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক, দ্য টাইমস নিউজ বিডি: মানবিক সহায়তা নিয়ে ভূমধ্যসাগর থেকে গাজার দিকে এগিয়ে চলা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে এবার কথা বলেছেন খ্যাতিমান ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, প্রভু হে! একটি জলযান হলেও, তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।

এদিকে, ইসরায়েলি নৌ-অবরোধ ভেদ করে গাজায় আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ অবশেষে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। এই ফ্লোটিলায় বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শহিদুল আলম কেমন আছেন, সারাদেশের মানুষের মনে এখন এই প্রশ্নই ঘুরপাঁক খাচ্ছে।

জানা গেছে, শহিদুল আলম কনসায়েন্স নামে একটি বড় জাহাজে রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি আটক হওয়ার খবর পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের জাহাজটি বর্তমানে গাজার উপকূলীয় জলসীমায় অবস্থান করছে। তবে ইসরায়েলি বাহিনী জাহাজটিকে আটক করেছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এরই মধ্যে ফ্লোটিলার ওপর ইসরায়েলি অভিযানের তীব্রতা বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি কমান্ডোরা বহরের একাধিক নৌযান আটক করার অভিযান চালিয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ বর্তমানে কার্যকর নৌকার সংখ্যা দাঁড়িয়েছে ২৪টিতে।

এই ২৪টি নৌযানের মধ্যে ‘মিকেনো’ ছাড়া বাকি ২৩টি নৌকা গাজার উপকূলের দিকে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে, যার কয়েকটি জলসীমার একেবারেই কাছাকাছি অবস্থানে রয়েছে।

ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক নিশ্চিত করেছেন যে, ইসরায়েলি বাহিনী মাঝ সমুদ্রে ১৩টি নৌযান থামিয়ে দিয়েছে। আটক হওয়া নৌকাগুলো থেকে ৩৭টি দেশের ২০১ জনেরও বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

বহরে থাকা আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ থেকে ফ্লোটিলার জাহাজগুলোতে জলকামান ব্যবহার করে পানি ছুড়েছে, জাহাজগুলোর যোগাযোগব্যবস্থা অচল করে দিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমা দিয়ে গাজামুখী কর্মীদের আটক করেছে।

আবুকেশেক জানান, ইসরায়েলের এই তীব্র বাধা সত্ত্বেও ‘মিশন চলছে’ এবং অংশগ্রহণকারীরা সর্বোচ্চ চেষ্টা করছেন গাজার অবরোধ ভেঙে উপকূলে পৌঁছানোর। প্রায় ৩০টির মতো জাহাজ এই বাধা এড়িয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে বলে তিনি জানান।

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd