দ্য টাইমস নিউজ বিডি ডেস্ক: একদল হ্যাকার এখন বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠিয়ে চাঁদা দাবি করছে বলে জানিয়েছে গুগল। তারা বলছে, ওরাকলের ব্যবসায়িক সফটওয়্যার থেকে গুরুত্বপূর্ণ গোপন তথ্য চুরি করে ফেলেছে।
ক্লপ নামের এই হ্যাকার গ্রুপটি নিজেদের নামের একটি র্যানসমওয়্যার দলের সঙ্গে যুক্ত বলে দাবি করছে। তারা নির্বাহীদের ভয় দেখিয়ে বলছে, যদি চাঁদা না দেওয়া হয়, তাহলে চুরি করা তথ্য ফাঁস করে দেওয়া হবে।
গুগল অবশ্য এখনই নিশ্চিত করে কিছু বলছে না। তাদের ভাষায়, এই দাবিগুলো সত্য কি না, তা বলার মতো যথেষ্ট প্রমাণ এখনো আমাদের হাতে নেই।
তবে, গুগল এটাও বলছে, এই ধরনের ইমেইল প্রচারণা অনেক বড় আকারে ছড়ানো হচ্ছে, এবং বেশ কিছু প্রতিষ্ঠানের নির্বাহীরা এর লক্ষ্যবস্তু হয়েছেন।
ওরাকল বা ক্লপ এর তরফ থেকে এখনো কেউ এ বিষয়ে মন্তব্য করেনি।
এই ঘটনার পর কর্পোরেট সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান তাদের ব্যবসার জন্য ওরাকল সফটওয়্যারের ওপর নির্ভর করে।-পিএনএস
দ্য টাইমস নিউজ বিডি