দ্য টাইমস নিউজ বিডি ডেস্ক : কাড়ি কাড়ি অর্থ খরচ করে ক্রিস্টিয়ানো রোনালদো-সাদিও মানেদের মতো তারকা দলে ভিড়িয়েও সৌদি প্রো লিগে দাপট দেখাতে পারছে না আল নাসর। দলের শক্তি বাড়াতে এবার তাই আরেক পর্তুগিজকে দলে ভেড়াচ্ছে ক্লাবটি।
পর্তুগালের ক্লাব এফসি পোর্তো থেকে ৬০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৭১৩ কোটি টাকার বেশি) খরচে অ্যাটাকিং মিডফিল্ডার ওতাভিওকে দলে নিচ্ছে আল নাসর। ইতোমধ্যে চুক্তি পাকাপোক্ত হয়ে গেছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণ বাকি। বিষয়টি নিশ্চিত করেছেন, দলবদলের নির্ভরযোগ্য সূত্র ফ্র্যাব্রিজিও রোমানো।
সৌদি প্রো লিগ এখন ফুটবলারদের নতুন গন্তব্য। গত জানুয়ারিতে পথ দেখিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে পথ ধরে চলতি দলবদলের মৌসুমে সবাইকে অবাক করে একে একে পাড়ি দিয়েছেন করিম বেনজেমা, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, এনগোলো কন্তে, সাদিও মানে আর সবশেষ নেইমারের মতো তারকারা। সে গল্প অবশ্য পুরনো।-পিএনএস
দ্য টাইমস নিউজ বিডি