1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

৩ জুলাই : ইতিহাসের এই দিনে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪৩ দেখেছেন

দ্য টাইমস নিউজ বিডি, অনলাইন ডেস্ক: আজ ৩ জুলাই ২০২৩ (সোমবার)। ১৯ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ। ইতিহাসের এই দিনে নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে আজকের দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। একনজরে জেনে নেই ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিখ্যাতজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় :-

ঘটনাবলী :

* ১৭৫৭ -মীরজাফরের ছেলে মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নামের ঘাতক সিরাজউদ্দৌলাকে ছুরিকাঘাতে হত্যা করেন।
* ১৯১৯ -বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।
* ১৯২১ -মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।

* ১৯৪১ -মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্মসমর্পণ।

* ১৯৪৭ -ভারতবর্ষকে দু’টি ডেমিনিয়নে বিভক্ত করার জন্য ‘মাউন্টবাটেন পরিকল্পনা’ প্রকাশ।
* ১৯৫৩ -পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহণ করেন।
* ১৯৬২ -আলজেরিয়ার স্বাধীনতা লাভ।
* ১৯৭১ -ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য।

জন্ম :

* ১৭২৮ -স্কট স্থপতি রবার্ট অ্যাডাম।
* ১৮৫৪ -চেক সঙ্গীত স্রষ্টা লেইওস ইয়ানাচেক।
* ১৮৮৩ -ফ্রান্‌ৎস কাফকা, জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক।
* ১৯১২ -অজিতকৃষ্ণ বসু, একজন বাঙালি রসসাহিত্যিক, জাদুকর এবং সঙ্গীতজ্ঞ।
* ১৯৪১ -আদুর গোপালকৃষ্ণন, আন্তর্জাতিকভাবে সমাদৃত ভারতীয় চলচ্চিত্র পরিচালক।
* ১৯৫২ -অমিত কুমার, ভারতীয় বাঙালি গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, সঙ্গীত প্রযোজক এবং সুরকার।
* ১৯৬২ -টম ক্রুজ, একজন বিখ্যাত ও জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।
* ১৯৮৪ -সৈয়দ রাসেল, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু :

* ১৯৩২ -স্বর্ণকুমারী দেবী, বাঙালি কবি ও সমাজকর্মী।
* ১৯৭১ -জিম মরিসন, মার্কিন সঙ্গীতশিল্পী।
* ১৯৯১ -ডলি আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।

* ১৯৯৭ -বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র।

* ২০০৯ -আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক।
* ২০২০ -সরোজ খান, বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক।

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd