1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

২৯ জুন : ইতিহাসের এই দিনে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৪০ দেখেছেন

দ্য টাইমস নিউজ বিডি, অনলাইন ডেস্ক : আজ ২৯ জুন ২০২৩ (বৃহস্পতিবার)। ১৩ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ। ইতিহাসের এই দিনে নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে আজকের দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। এক নজরে জেনে নেই ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিখ্যাতজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় :-

ঘটনা :

* ১৬১৩- শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

* ১৭৫৭- লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।

* ১৮০৭- রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।

* ১৮১৭- ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।

* ১৮৬৮- প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।

* ১৯১৩- নরওয়েতে নারীদের ভোটাধিকার প্রদান।

* ১৯১৩- বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।

*১৯৪৬- বিকিনিতে যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু বোমা পরীক্ষা।

* ১৯৬০- জায়ারের স্বাধীনতা লাভ।

* ১৯৬৬- মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।

* ১৯৭৬- ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।

* ১৯৯১- কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।

* ১৯৯২- আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত হন।

জন্ম :

* ১৮৫৮- পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস।

* ১৮৬৪- স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

* ১৯২০- ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ।

* ১৯২৫- একাডেমী অ্যাওয়ার্ড বিজয়ী আমেরিকান অভিনেত্রী কারা উইলিয়ামস।

* ১৯৩৮- বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়।

* ১৯৪৫- শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

* ১৯৮০- বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস।

* ১৯৮৫- স্কটিশ ক্রিকেটার ইয়ান ওয়ার্ডল।

* ১৯৮৬- রোমানীয় গায়ক ও ডিজে এ্যাডওয়ার্ড মায়া।

* ১৯৮৮- আর্জেন্টিনার পেশাদার ফুটবলার এভার বানেগা।

* ১৯৯৪- মার্কিন অভিনেত্রী ক্যামিলা মেন্ডেস।

মৃত্যু :

* ০৫৪৮- প্রথম থিওডোরা, বাইজেন্টাইন জাষ্টিনিয়ানের স্ত্রী।

* ০৫৭২- আল্বোইন, লোম্বারডের রাজা।

* ০৭৬৭- সালে এই দিনে মৃত্যুবরণ ইতালিয়ান পোপ প্রথম পল।

* ১৩৮৫- আন্ড্রোনিকস চতুর্থ পালাইওলোগোস, বাইজান্টাইন সম্রাট।

* ১৫৮৬- প্রিময টরুবার, স্লোভেনীয় লেখক ও সংস্কারক।

* ১৫৯৮- আব্রাহাম অরটেলিউস, ফ্লেমিশ মানচিত্রকর ও ভূগোলবিদ।

* ১৮৩৬- জেমস ম্যাডিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি।

* ১৮৩৯- মহারাজা রণজিৎ সিং, পাঞ্জাব কেশরী এর রাজা।

* ১৯১৫- ভিক্টর ট্রাম্পার, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (জ. ১৮৭৭)

* ১৯১৭- স্টেফান লুচিয়ান, রোমানিয়ান চিত্রশিল্পী।

* ১৯৩৬- আলেকজান্ডার বেরকমান, আমেরিকান লেখক ও সমাজ কর্মী।

* ১৯৭২- প্রশান্ত চন্দ্র মহলানবীশ, ভারতীয়বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। (জ.২৯/০৬/১৮৯৩)

* ১৯৭৪- ভ্যানিভার বুশ, মার্কিন প্রকৌশলী ও বিজ্ঞান প্রশাসক। (জ. ১৮৯০)

* ১৯৭৫- রড সেরলিং, আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।

* ১৯৮১- টেরি ফক্স, কানাডিয়ান ক্রীড়াবিদ, মানবহিতৈষী এবং ক্যান্সার গবেষাণা কর্মী। (জ. ১৯৫৮)

* ১৯৮৬- হাজী মোহাম্মদ দানেশ, অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা।

* ১৯৯২- মিখাইল তাল, লাতভীয় দাবাড়ু। (জ. ১৯৩৬)

* ১৯৯৬- বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী নীলিমা সেন।(জ.১৯২৮)

* ২০০১- জোয়ান সিমস, ইংরেজ অভিনেত্রী।

* ২০০২- উলাহ্‌-ইয়োহান ডাল, নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।

* ২০০৩ – ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।

* ২০০৬- ফুলরেণু গুহ, পদ্মভূষণ সম্মানে ভূষিত সমাজ সেবিকা ও ভারতের জাতীয় কংগ্রেসের ও রাজ্যসভার সদস্যা। (জ.১৩/০৮/১৯১২)

* ২০০৭- এডওয়ার্ড ইয়াং, তাইওয়ানীয় চলচ্চিত্র নির্মাতা

* ২০০৯- এ. কে. লোহিত দাস, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

* ২০১২- রবার্ট সাবায়টিয়ার, ফরাসি লেখক ও কবি।

* ২০২০- আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব।

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd