1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

২৮ জুন : ইতিহাসের এই দিনে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৪৯ দেখেছেন

দ্য টাইমস নিউজ বিডি, অনলাইন ডেস্ক : আজ ২৮ জুন ২০২৩ (বুধবার)। ১৪ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ। ইতিহাসের এই দিনে নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে আজকের দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। এক নজরে জেনে নেই ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিখ্যাতজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় :-

ঘটনাবলি :

* ১২৬৬- মুসতানসির বিল্লাহর আব্বাসীয় খিলাফত লাভ।

* ১৩৮৯- অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে।

* ১৬৫৭- দারা শিকোহ অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়।

* ১৭৫৭- মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গবর্নর নিযুক্ত হন।

* ১৮২০- প্রমাণিত হয় যে টমেটো বিষাক্ত নয়।

* ১৮৩৮- ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক।

* ১৯১৯- ভার্সাই চুক্তি, প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়।

* ১৯৫৪- জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন।

* ১৯৬৩- ক্রুশ্চেভ পূর্ব বার্লিন সফর করেন।

* ১৯৬৭- ইসরাইল কর্তৃক পূর্ব জেরুজালেম দখল।

* ১৯৭৬- ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ।

* ১৯৭৬- আমেরিকার বিমান ও নৌবাহিনীতে প্রথম মহিলা ক্যাডেট অন্তর্ভুক্ত।

* ১৯৭৮- পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।

* ১৯৯৬- তুরস্কের প্রেসিডেন্ট সুলাইমান ডেমিরেলের ৭৩ বছরের মধ্যে প্রথম দেশে ইসলামিক নেতৃত্বাধীন সরকার অনুমোদিত।

জন্ম :

* ১৪৭৬- পোপ চতুর্থ পল।

* ১৭১২- ফরাসী দার্শনিক জাঁ জ্যাক রুশো।

* ১৮৩৬- জেমস ম্যাডিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি।

* ১৮৬৭- নোবেলজয়ী (১৯৩৪) ইতালীয় সাহিত্যিক লুইজি পিরানদেল্লো।

* ১৮৯৪- ‘কল্লোল’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক গোকুলচন্দ্র নাগ।

* ১৯২৮- জন স্টুয়ার্ট বেল, আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী।

* ১৯৪০- মুহাম্মদ ইউনুস, বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।

মৃত্যু :

* ৭৬৭- ইতালিয়ান পোপ প্রথম পল।

* ১৮৮৬- তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দাশ।

* ১৮৩৯- পাঞ্জাব কেশরী মহারাজা রণজিৎ সিংহ।

* ১৯৭৬- শিল্পাচার্য জয়নুল আবেদীন।

* ১৯৮৬- কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশ।

* ১৯৯২- মিখাইল তাল, বিশ্বচ্যাম্পিয়ন লাতভিয় দাবাড়ু।

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd