1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

২৪ জুন : ইতিহাসের এই দিনে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪৬ দেখেছেন

দ্য টাইমস নিউজ বিডি, অনলাইন ডেস্ক : আজ ২৪ জুন ২০২৩ (শনিবার)। ১০ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ। ইতিহাসের এ দিনে নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। এক নজরে দেখে নেয়া যাক আজকের এই দিনে কি কি ঘটেছিল। আসুন জেনে নেই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় :-

ঘটনাবলি :

৬৫৬- খলিফা হযরত ওসমান (রা.)’র হত্যাকাণ্ডের পর হজরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত।
১৭৬৩- ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীরজাফরকে বাংলার নবাব নিযুক্ত করে।
১৭৯৩- ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়।
১৮১২- ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৩ লাখ ৫০ হাজার সৈন্য’র এক বিশাল বাহিনী নিয়ে যার শাসিত রাশিয়ায় হামলা করেন।
১৯১৮- কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়- মনট্রিল থেকে টরন্টো।
১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়।
১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়।
১৯৪৮- সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।
১৯৭৫- মোজাম্বিকের স্বাধীনতা লাভ।
১৯৯৪- যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
২০০২- আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটে তানজানিয়ায়। ২৮১ জন মারা যায়।
২০১০- জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জন্ম :

১৫৯১- অটোম্যান সাম্রাজ্যের সুলতান প্রথম মুস্তাফা।
১৯৪২- বাংলাদেশি স্থপতি বশিরুল হক।
১৯৮১- শিক্ষাবিদ ও গবেষক আব্দুল মতিন চৌধুরী।
১৯৮৭- আর্জেন্টিনীয় ফুটবলার লিওনেল মেসি।

মৃত্যু :

১৯৫৩- শিক্ষাবিদ ও রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
১৯০৮- গ্রোভার ক্লিভল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি।
১৯৭৮- ফ্রান্সের লেখক রবার্ট চারাস।
১৯৮০- ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি।
১৯৮৬- ইংরেজ ঔপন্যাসিক ও ঐতিহাসিক রেক্স ওয়ার্নার।

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd