ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা, দ্য টাইমস নিউজ বিডি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লিয়ন ফকির (২৬) ও নাজমুল শেখ (২৫) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান।
নিহত লিয়ন ফকির ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা গ্রামের জাহাঙ্গীর ফকিরের একমাত্র ছেলে এবং নাজমুল তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের ছেলে।
নিহত লিয়নের মামা মো. লেবু মিয়া জানান, ১১ মাস আগে সৌদি যান লিয়ন ফকির। শনিবার রাতে নাইট ডিউটি করে ভোর রাতে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ৬ জন মারা যান। এরমধ্যে আমার ভাগ্নে লিয়ন ফকির ও পার্শ্ববর্তী ইউনিয়নের নাজমুল শেখ রয়েছে। তাদের মরদেহ এখনো দেশে এসে পৌঁছেনি।
দ্য টাইমস নিউজ বিডি