1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

সফল জীবনের জন্য সাহাবিদের যা শিখিয়েছিলেন নবীজি

M Lutfar Rahman
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৭ দেখেছেন

দ্য টাইমস নিউজ বিডি ডেস্ক: প্রিয়নবী (স.) একদিন সাহাবি আবু হুরায়রা (রা.)-কে শিখিয়ে দেন সফল জীবনের পাঁচ অমূল্য উপদেশ। এসব বাণী শুধু মুখস্থ করার জন্য নয়, বরং জীবন বদলে দেওয়ার জন্য। এই উপদেশগুলোর বাস্তব প্রয়োগেই সাহাবিদের জীবন হয়ে উঠেছিল আদর্শ, আর গড়ে উঠেছিল ইসলামের স্বর্ণযুগ। চলুন, আমরাও জানি সেই পাঁচটি গোপন সূত্র—যা বদলে দিতে পারে আমাদের জীবনও।

১. গুনাহমুক্ত জীবনের ম্যাজিক
নবীজি (স.) বলেছেন- اتَّقِ الْمَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ ‘গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হবে।’ (তিরমিজি: ২৩০৫)
ইমাম হাসান বসরি (রহ.) বলেন, ‘আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে উত্তম কোনো ইবাদত কোনো ইবাদতকারী করতে পারেনি।’ (জামিউল উলুম ওয়াল হিকাম: ২৯৬)

২. তাকদিরে সন্তুষ্টির অলৌকিক ফল
নবীজি (স.) বলেছেন- وَارْضَ بِمَا قَسَمَ اللهُ لَكَ تَكُنْ أَغْنَى النَّاسِ ‘আল্লাহ যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকো—তাহলেই তুমি প্রকৃত ধনী হবে।’ (তিরমিজি: ২৩০৫)
কোরআন বলে, ‘আল্লাহ তোমার জন্য কল্যাণ চাইলে তা কেউ প্রতিহত করতে পারে না।’ (ইউনুস: ১০৭)

৩. প্রতিবেশীর হক আদায়ের অপ্রত্যাশিত বরকত
রাসুলুল্লাহ (স.) বলেছেন- وَأَحْسِنْ إِلَى جَارِكَ تَكُنْ مُؤْمِنًا ‘প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলেই তুমি পূর্ণ মুমিন হতে পারবে।’ (তিরমিজি: ২৩০৫)
নবীজি (স.) বলেছেন, ‘জিব্রাইল (আ.) আমাকে এত বেশি প্রতিবেশীর হক আদায়ের তাগিদ দিয়েছেন যে, আমি ভেবেছিলাম তাকে ওয়ারিস বানিয়ে দেবেন!’ (বুখারি: ৬০১৪)

৪. অপরকে ভালোবাসার রহস্য
রাসুল (স.) বলেছেন- وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُسْلِمًا ‘তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্য মুসলিমের জন্যও তা পছন্দ করো—তখনই তুমি প্রকৃত মুসলিম হবে।’ (তিরমিজি: ২৩০৫)
এটি ইসলামের সর্বজনীন নীতি যে, কেউ প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে।’ (বুখারি: ১২)

৫. অন্তর জীবিত রাখার কৌশল
নবীজি (স.) বলেছেন- وَلاَ تُكْثِرِ الضَّحِكَ ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ ‘অতিরিক্ত হাসাহাসি করো না, কারণ তা অন্তরকে মৃত করে দেয়।’ (তিরমিজি: ২৩০৫)
নবীজি (স.) কম হাসতেন, বেশি কাঁদতেন। তিনি বলতেন, ‘তোমরা যদি সত্যিই জানতে, তাহলে কম হাসতে আর বেশি কাঁদতে!’ (বুখারি: ৬৪৮৫)

নবীজির (স.) এই পাঁচ শিক্ষা কেবল ধর্মীয় নির্দেশনা নয়, বরং একটি কম্প্লিট লাইফ ম্যানুয়াল—যা ব্যক্তি, পরিবার ও সমাজের সকল স্তরের সমস্যার সমাধান দেয়। আবু হুরায়রা (রা.) এগুলো পৌঁছে দিয়েছেন উম্মতের কাছে, আর এখন আমাদের দায়িত্ব—এসব বাণী হৃদয়ে ধারণ করে সফলতার পথে এগিয়ে যাওয়া। আল্লাহ আমাদের সেই তাওফিক দিন। আমিন।-পিএনএস

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd