শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি, দ্য টাইমস নিউজ বিডি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ফান্ড বৃদ্ধি করে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও শ্রমিকের সন্তানদের শিক্ষাবৃত্তির পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১৫ জনকে শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক তুলে দেন তিনি।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ফাক্টরি মালিকরা খুবই সামান্য এতে কন্টিবিউট করে। তারপরও সবাই যদি দেয় তাহলে এটা আরও আগাবে। আমি চেষ্টা করছি, কীভাবে এর পরিধি আরও বাড়ানো যায়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ প্রমুখ।
এর আগে দুপুরে ড. এম সাখাওয়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় তিনি বন্দরের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করে বন্দরের গতিশীলতা আরও বৃদ্ধির কথা জানান।
দ্য টাইমস নিউজ বিডি