নিজস্ব প্রতিবেদক, দ্য টাইমস নিউজ বিডি: রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) গুলশান ২ নম্বরের ৮৩ নম্বর রোডের শাম্মী আহমেদের বাসা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে রিয়াদ নামে একজন সমন্বয়ক রয়েছেন।
আটকরা হলেন- মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির সময় সমন্বয়ক রিয়াদসহ পাঁচজনকে আমরা আটক করি। তারা শাম্মী আহমেদের বাসায় গিয়ে আগে এক কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন। এর আগে ১০ লাখ টাকাও নিয়েছিলেন। শনিবার তারা বাকি টাকা চাইতে ওই বাসায় গিয়েছিলেন। পরে সেখান থেকে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসি।
ওসি বলেন, নেতৃত্বে ছিলেন রিয়াদ। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য।
দ্য টাইমস নিউজ বিডি