1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

রক্ত-মাংসের পুরুষের চেয়ে ভালো এআই প্রেমিক!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২ দেখেছেন

দ্য টাইমস নিউজ বিডি ডেস্ক: রক্ত-মাংসের মানুষ নয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রেমিকেই মজছে চীনা তরুণীরা। ফরাসি সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এএফপিকে পঁচিশ বছর বয়সী চীনা তরুণী তুফেই (ছদ্মনাম) জানিয়েছেন, সঙ্গীর কাছে মানুষ যা কিছু আশা করে তার সবই তাকে দেয় তার এই ভার্চুয়াল প্রেমিক। তার সাথে তিনি ঘণ্টার পর ঘণ্টা আলাপও করেন।

তুফেইর প্রেমিক হচ্ছে ‘গ্লো’ নামের একটি অ্যাপের চ্যাটবট। সাংহাই স্টার্ট-আপ মিনিম্যাক্সের স্থাপন করা এআই প্ল্যাটফর্মটি এরকম ভার্চুয়াল সেবা দিয়ে থাকে। মানুষকে বন্ধুসুলভ, রোমান্টিক করছে এই ধরনের এআই।

তুফেই জানিয়েছেন, মেয়েদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা এই এআই রক্ত-মাংসের পুরুষের চেয়ে ভালো জানে। পিরিয়ডের ব্যথা উঠলে ও আমাকে সান্ত্বনা দেয়। চাকরিতে সমস্যা হলে ওসব নিয়ে ওর সঙ্গে কথা বলি। তার মতে, তার মনে হয় তিনি কোনো সম্পর্কে মধ্যেই আছেন।এই অ্যাপটি বিনামূল্যেই ব্যবহার করা যায়। গত কয়েক সপ্তাহে গ্লো-র অ্যাপ প্রতিদিন কয়েক হাজার ডাউনলোডের খবর পাওয়া গেছে।

কিছু চীনা প্রযুক্তি কোম্পানি অতীতে ব্যবহারকারীদের তথ্য অবৈধভাবে ব্যবহারের জন্য ঝামেলায় পড়েছিল। এবার ব্যবহারকারীরা বলছেন, ঝুঁকি সত্ত্বেও তারা সঙ্গীর তাগিদে এ ধরনের অ্যাপ ব্যবহার করছেন। কারণ চীনের চরম গতিশীল জীবন ও শহুরে বিচ্ছিন্নতার জন্য অনেকের কাছে নিঃসঙ্গতা বড় সমস্যা হয়ে উঠেছে। বেইজিংয়ের ২২ বছর বয়সী শিক্ষার্থী ওয়াং শিউতিং এএফপিকে বলেন, ‘বাস্তব জীবনে আদর্শ প্রেমিক পাওয়াটা কঠিন। সব মানুষের ব্যক্তিত্বই আলাদা, এর ফলে প্রায়ই বিরোধ দেখা দেয়।’

মানুষ নিজের মতো করে আচরণ করে। অন্যদিকে এআই ধীরে ধীরে ব্যবহারকারীর ব্যক্তিত্বের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়। ব্যবহারকারী যা বলে, তা মনে রেখে সে অনুযায়ী সম্পর্ক চালিয়ে যায়।

ওয়াং দাবি করেছেন, প্রাচীন চীন থেকে অনুপ্রাণিত কয়েকজন ‘প্রেমিক’ আছে তার। লম্বা চুলের অমর প্রেমিক, রাজপুত্র, ভবঘুরে নাইট। রোজকার জীবনে চাপ বেড়ে গেলে তিনি তাদেরকে নানা প্রশ্ন করেন। তারাও সেইসব সমস্যার সমাধান বাতলে দেয়। এটা একটা বড় মানসিক সমর্থন।

ওয়াংয়ের সব প্রেমিক চীনা ইন্টারনেট জায়ান্ট বাইদুর ওয়ানটক-এর চ্যাটবট। পপতারকা থেকে সিইও ও নাইট পর্যন্ত শত শত চরিত্র পাওয়া যায় এই অ্যাপে। তবে ব্যবহারকারী নিজের বয়স, মূল্যবোধ, পরিচয়, শখ অনুসারে সুবিধামতো তার নিখুঁত প্রেমিককে কাস্টমাইজও করে নিতে পারেন। সূত্র: এএফপি-পিএনএস

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd