1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

ফ্রান্সে ‘আমাদের কথা’ পত্রিকার ১০ বছর উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৯ দেখেছেন

সাকিবুর রহমান, ফ্রান্স থেকে,দ্য টাইমস নিউজ বিডি ডেস্ক: ফ্রান্সের রাজধানী শহর প্যারিসের স্থানীয় একটি হলে গত রোববার (২১ জানুয়ারি) জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হল অনলাইন পোর্টাল ‘আমাদের কথা’ পত্রিকার ১০ বছর পূর্তি।

সাথী ফ্যাশন, ফ্যাশন কর্নার‌ প্যারিস, জয়নাব ফ্যাশন, নাভা হ্যান্ডক্রাপস- বাংলাদেশি নারী উদ্যোক্তা পরিচালিত এই চার প্রতিষ্ঠান দেশীয় পোষাক শিল্প এবং দেশীয় সংস্কৃতিকে ফ্যাশন শো’র মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে তুলে ধরা ছিল এবারের আয়োজনের মূল আকর্ষণ। যা দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

নিউজ পোর্টালটির সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান বাবু ও নুসরাত জাহান নাবিলার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম। এর আগে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশিত হয়।

ফাতেমা খাতুন তার বক্তব্য বলেন, দশ বছর যাবত ‘আমাদের কথা’ দেশ ও প্রবাসের সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে, প্রতিনিয়তই তুলে ধরছে প্রবাসী বাংলাদেশীদের নানা সমস্যা এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এ সময় তিনি পত্রিকার বার্তা সম্পাদক মাসুমা ইসলাম নদীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

ব্যবসায়ী মহলের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম), বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুল, বিডি ফার্নিচার’র চেয়ারম্যান মিয়া মাসুদ, এস এ ওয়ার্ল্ড’র চেয়ারম্যান সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হলে অপসাংবাদিকতা রোধ হবে।

এ সময় অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এবং হেড অব চ্যান্সরী ওয়ালিদ বিন কাশেম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু তাহির, ইকবাল মোহাম্মদ, আবুল কালাম মামুন, শাহ্ সোহেল আহমদ, রাসেল আহমদ, তাইজুল ফয়েজ, বাদল পাল, শাবুল আহমেদ, চৌধুরী মারুফ অমিত‌ প্রমুখ।

কমিউনিটি নেতাদের মধ্যে শাহিন আরমান চৌধুরী, অজয় দাস, শাহ আলম মায়া, শরিফ আহমেদ, হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রকাশক, সম্পাদক, বার্তা সম্পাদকসহ সবাই মিলে ১০ বছর পূর্তির কেক কাটেন।

এ ছাড়া সাংস্কৃতিক পর্বে দেশীয় গান পরিবেশন করেন শিল্পী সুমা দাস, শিউলি গিয়াস, পাপিয়া পাল এবং নিশিতা দাস।

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd