1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

প্রয়োজনে আবারও যেন রাজপথে নামতে পারি সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস

M Lutfar Rahman
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ দেখেছেন

পঞ্চগড় প্রতিনিধি, দ্য টাইমস নিউজ বিডি: স্কুল ও কলেজ পর্যায়ে থাকা সমস্যা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, আমরা বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছি। এসব প্রতিষ্ঠানে অসংখ্য সমস্যা-সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো জানার চেষ্টা করছি। সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা মনে করি, এগুলো আমাদের দায়িত্ব।

রোববার (১ ডিসেম্বর) দুপুরের পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, তরুণ প্রজন্ম ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে অংশগ্রহণ করেছে তা যেন থাকে এ আহ্বান জানাচ্ছি। সামনে কোনো সংকট তৈরি হলে প্রয়োজনে তারা যেন আবারও ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারে, সেই স্পিরিট ধরে রাখার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি।

তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশকে গঠন করা এবং সিস্টেমগুলো সংস্কার করার জন্য এসব বিষয় আসা জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় এভাবে যাব এবং আমাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করব।

এ সময় কলেজের শিক্ষার্থী ছাড়াও কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান প্রধান, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য রীনা পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান, ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদেসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd