ক্রীড়া প্রতিবেদক, দ্য টাইমস নিউজ বিডি: বিশ্বকাপে জয়ের দারুণ সূচনা করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টাইগারেসরা শুরু করেছে তাদের প্রতিযোগিতা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ রান আসে রামিন শামিমের ব্যাট থেকে, ২৩ রান।
বাংলাদেশের পক্ষে শুরুটা কিছুটা ধীর হলেও রুবাইয়া হায়দারের ঝলকানো ফিফটির সহায়তায় জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দল। ফারজানা হক ও শারমিন আক্তারের ব্যর্থতার পর নিগার সুলতানা জ্যোতি ও রুবাইয়া হায়দারের তৃতীয় উইকেট জুটিতে ৬২ রান আসে। শেষ পর্যন্ত ঝিলিক ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করেন, আর সুবহানা মোস্তারি ১৯ বলে অপরাজিত ২৪ রান যোগ করেন।
বল হাতে বাংলাদেশি বোলাররা পাকিস্তানি ব্যাটারদের তেমন সুযোগই দেননি। মারুফা ইনিংসের শুরুতেই ডাবল স্ট্রাইক করেন। নাহিদা আক্তার ও রাবেয়া খানের স্পিনে পাক ব্যাটাররা চাপে পড়ে। স্বর্ণা ৫ রানে ৩ উইকেটসহ ম্যাচের সেরা বোলার হন।
এছাড়া মারুফা ও নাহিদা দুইটি করে উইকেট নেন, আর নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হলো আত্মবিশ্বাসের সঙ্গে। আর রুবাইয়া হায়দারের ঝলকানি পারফরম্যান্স তা আরও উজ্জ্বল করেছে।
দ্য টাইমস নিউজ বিডি