নিজস্ব প্রতিবেদক, দ্য টাইমস নিউজ বিডি: নরসিংদীর পলাশে মক্তব থেকে ফেরার পথে ৮ বছরের এক শিশুকে মুখ চেপে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে অভিযুক্ত ধর্ষক আব্দুর রহমান (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুর রহমান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে মাদ্রাসার মক্তব থেকে ফেরার পথে মধ্য বাগপাড়া গ্রামের কিরণ মিয়ার বাড়ির কাছে আসলে অভিযুক্ত আব্দুর রহমান ওই শিশুটির মুখে চাপ দিয়ে ধরে রাস্তা থেকে তুলে একটি টিনশেড ঘরে নিয়ে খুন-জখমের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর সকাল ৯টার দিকে ভুক্তভোগী ওই শিশুটিকে অসুস্থ অবস্থায় ছেড়ে দিলে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনার বর্ণনা দিলে স্থানীয় বাসিন্দারা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, শিশু ধর্ষণের খবর পাওয়ামাত্র ঘোড়াশাল ফাঁড়ির এসআই মো. মাজেদুল রহমানকে ঘটনাস্থলে পাঠানো হলে অভিযুক্ত আব্দুর রহমান পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতেই অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হন থানা পুলিশ।
ওসি আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে আব্দুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত আব্দুর রহমানকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দ্য টাইমস নিউজ বিডি