বিশেষ প্রতিনিধি, দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি: নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১।
আজ রবিবার (১৮ জুন) বিকেল বেলা নরসিংদী, আলীজান জুট মিলস লিঃ, কাউরিয়াপাড়া, নরসিংদীতে অবস্থিত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১’র ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানীর সিনিয়র সহকারী পরিচালক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যোগসাজশে নিয়মিত ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ট্রেনে করে এসব মাদকদ্রব্য নিয়ে নরসিংদী ও তার আশে পাশের এলাকায় বিতরণ করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১৮ জুন) র্যাব-১১, নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল জেলার সদর থানাধীন বাদুয়ারচর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৩ মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করে।
তিনি বলেন, এসময় তাদের কাছ থেকে ৩৬.৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ২টি সীমকার্ড জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭,৩০,০০০/- টাকা।
আটককৃত আসামীরা হলো:- (১) মো. সোহেল (৪৮), পিতা-মৃত শফিউদ্দিন আহম্মেদ, মাতা- মোসা. ফজিলা বেগম, (২) মো. শফিউল্লাহ (৩৫),পিতা- মৃত আনোয়ার হোসেন, মাতা- মোসা. মাসুদা বেগম, (৩) অজয় বর্মন (৩৫), পিতা- মৃত অমর বর্মন, মাতা- সাধনা, সর্ব সাং- বাদুয়ারচর, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী।
র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা স্বীকার করে র্দীঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন এলাকা থেকে তারা অবৈধ মাদকদ্রব্য গাঁজা সগ্রহ করে নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী জেলার সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।