মো.শাহিন মিয়া, অফিস স্টাফ, দ্য টাইমস নিউজ বিডি: গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার ও আটক শিক্ষার্থীদের মুক্তি, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৯ দফা দাবি পূরণে নরসিংদীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা গণমিছিল করেছেন। এ সময় ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়।
আজ শুক্রবার (২ আগষ্ট) দুপুরে নরসিংদীর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের লাঠির আঘাত ও কিল ঘুষিতে আন্দোলনকারী শিক্ষার্থী এবং অভিভাবকসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক আহত কারও নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, শহরের শিক্ষা চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে এগোতে থাকলে উপজেলা মোড়ে বাধাগ্রস্ত হন তারা।
পুলিশের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা হামলা করে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটাসহ কিল ঘুষি মারতে শুরু করেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেয়।
দ্য টাইমস নিউজ বিডি