1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:০১ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

M Lutfar Rahman
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ দেখেছেন

দ্য টাইমস নিউজ বিডি ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধের মাঝে রোববার ইসরায়েলি হামলায় ওই সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

কাতার-ভিত্তিক এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘রোববার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ আল-লুহ নিহত হয়েছেন।’’ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরে ওই হামলা চালিয়েছে ইসরায়েল।

আল জাজিরার সংবাদদাতা আশরাফ আবু আমরা গাজার দেইর আল-বালাহ থেকে জানিয়েছেন, শরণার্থী শিবিরের একটি বাজার এলাকায় ইসরায়েলি বাহিনীর ছোড়া বোমায় গাজার সিভিল ডিফেন্সের পাঁচজন কর্মীও নিহত হয়েছেন।

গাজার আল-আওদা হাসপাতালের এক বিবৃতিতে হতাহতদের মধ্যে আল জাজিরার সাংবাদিক আল-লুহ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। তারা বলেছে, ইসরায়েলি এই হামলার লক্ষ্যবস্তু ছিল সিভিল ডিফেন্সের স্থাপনা। ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি হামলার পরপরই গাজার সরকারি মিডিয়া অফিস আল-লুহ হত্যার নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের ঘটনায় পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

এক বিবৃতিতে তারা বলেছে, আহমেদ আল-লুহ হত্যাকাণ্ড নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা এখন ১৯৫ জনে দাঁড়িয়েছে। আল জাজিরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, আল-লুহ হত্যাকাণ্ড গাজায় সংবাদপত্রের স্বাধীনতার ওপর বৃহত্তর আক্রমণের অংশ।

গাজায় ইসরায়েলি বাহিনী গত কয়েক দিন স্থল ও আকাশপথে ব্যাপক হামলা বৃদ্ধি করেছে। নুসেইরাত শরণার্থী শিবির লক্ষ্য করেও তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।-পিএনএস

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd