খলিলুর রহমান রানা,স্টাফ রিপোর্টার,দ্য টাইমস নিউজ বিডি: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুরে বাসচাপায় ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছে। আহত হয়েছেন আরও ৩ জন। এছাড়া উত্তরার জসিম উদ্দিন রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অজ্ঞাতনামা (৩৮) বছরের আরও এক যুবক। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেমের সঙ্গে থাকা প্রতিবেশী মো. রিপন দ্য ইনভেস্টিগেশন নিউজকে বলেন, তাদের সবার বাড়ির লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষী গ্রামে। বৃহস্পতিবার ভোরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে তারা এলাকা থেকে একটি বাসে করে ৫০-৬০ জন ঢাকায় আসেন। উত্তরা আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে বাস থেকে সবাই নামছিলেন।
তখন অন্য একটি বাস সেখানে ঘুরানোর সময় তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ওই গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আবুল কাশেম। এছাড়া মিলন মাঝি (৬০) বাদশা (৩৫) ও রাজু (৪০) নামে আরও তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কাশেম (৬০) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল করিম দ্য ইনভেস্টিগেশন নিউজকে জানান, ঢাকা-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর হোয়াইট প্যালেস হোটেলের সামনে একটি বাস ইজতেমায় আগত মুসল্লিদের উপর উঠিয়ে দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে। আবুল কাশেমের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
দ্য টাইমস নিউজ বিডি