দ্য টাইমস নিউজ বিডি ডেস্ক: পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষেরই চিন্তা ভাবনায় রয়েছে ভিন্নতা। প্রায় প্রত্যেকেরই তাদের কাজকর্মেও পার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক। কেউ কেউ যেকোনো বিষয়ে খুব বেশি সিরিয়াস, আবার কেউ কেউ থাকেন সবকিছুতেই তাদের গা-ছাড়া ভাব। আর এই উদাসীনতা যেকোনো বিষয়ে হতে পারে। সেটা হতে পারে কর্মজীবন, শিক্ষাজীবন অথবা ব্যক্তিজীবন নিয়ে। আবার কেউ থাকেন নিজের কিংবা অন্যের যেকোনো বিষয়ে খুব উদাসীন। জীবনের ধরাবাঁধা নিয়মে চলতে এদের বেশ খানিকটা অনীহা। নতুন প্রেম, পরীক্ষায় ভালো ফল, প্রত্যাশিত চাকরিপ্রাপ্তি এসবের কিছুই তাদের স্পর্শ করে না।
আর তার জন্যই হয়ত আজকের দিনটার উৎপত্তি। আজ শনিবার (২৫ নভেম্বর) উদাস থাকার দিবস আজ।
প্রথমে দিবসটি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হয়। তবে দিবসটি টমাস ও রুথ রয় নামের এক মার্কিন দম্পতির হাত ধরে চালু হয়।উদাসীনতাকে উদ্যাপনের জন্যই মূলত এমন দিনের প্রবর্তন করেন তারা। বিশ্বায়নের এই যুগে যে কেনো দিবস, যে কোনো স্থানে পালন করতে তো বাধা নেই। তাই আজকে একটু বিশেষ উদাসীনতার সঙ্গে কাটাতেই পারেন। যান্ত্রিক জীবনের চাপ থেকে মুক্ত থাকতে কিছুটা উদাসীনতা মাঝে মাঝে দরকার। তাই আজকে নিজেকে একটু বিশেষ উদাসীনতার সঙ্গে কাটাতেই পারেন। আর চাপমুক্ত থেকে একটা দিন নিজের মতো কাটাতে ক্ষতি কী!
দ্য টাইমস নিউজ বিডি