1. admin@thetimesnewsbd.com : admin : M. Lutfar Rahman
  2. rahmansakib257@gmail.com : Lutfar Rahman : Lutfar Rahman
  3. payel.itcs@gmail.com : Mahmudur Rahman Payel : Mahmudur Rahman Payel
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

আইএল টি-টোয়েন্টির নিলামের তারিখ ঘোষণা

M Lutfar Rahman
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৪ দেখেছেন

দ্য টাইমস নিউজ বিডি ডেস্ক: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) প্রথম তিন আসরেই ড্রাফট হয়েছে। তবে এবার নতুন নিয়ম দেখা যাবে। চতুর্থ মৌসুমের আগে হবে নিলাম। আগামী ৩০ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হবে।

১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটাররা নিলামের জন্য নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। নিলাম থেকে ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। নিলামে সবমিলিয়ে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে প্রত্যেকটি দল।

নিলামের আগে ৬ দলের স্কোয়াড—

আবুধাবি নাইট রাইডার্স
আলিসান শারাফু, আন্দ্রে রাসেল, চারিথ আসালাঙ্কা, ফিল সল্ট, সুনীল নারিন, অ্যালেক্স হেলস, লিয়াম লিভিংস্টোন এবং শেরফান রাদারফোর্ড

ডেজার্ট ভাইপার্স
ড্যান লরেঞ্চ, ডেভিড পাইন, খুজাইমা বিন তানভীর, লকি ফার্গুসন, ম্যাক্স হোল্ডেন, স্যাম কারান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আন্দ্রিস গুস

দুবাই ক্যাপিটালস
দাসুন শানাকা, দুশমন্থ চামিরা, গুলবাদিন নাইব, রভম্যান পাওয়েল, শাই হোপ, লুক উড, ওয়াকার সালামখিল এবং মুহাম্মদ জাওয়াদউল্লাহ

গালফ জায়ান্টস
আয়ান আফজাল খান, ব্লেসিং মুজারাবানি, জেরার্ড এরাসমুস, জেমস ভিন্স, মার্ক অ্যাডায়ার, আজমতউল্লাহ ওমরজাই, মঈন আলী এবং রহমানউল্লাহ গুরবাজ।

এমআই এমিরেটস
লমোহাম্মদ গাজানফার, ফজলহক ফারুকি, কুশল পেরেরা, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন, মুহাম্মদ ওয়াসিম, ক্রিস ওকস এবং কামিন্দু মেন্ডিস

শারজাহ ওয়ারিয়র্স
জনসন চার্লস, কুশল মেন্ডিস, টিম সাউদি, টম কোহলার-ক্যাডমোর, মাহিশ থিকশানা, সিকান্দার রাজা, সৌরভ নেত্রাভালকর এবং টিম ডেভিড।-পিএনএস

দ্য টাইমস নিউজ বিডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ..
এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (The World Times Bd) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ।
Theme Customized BY Themes Seller.Com.Bd